হোম

কেউ ডাকসুর জিএস পদে পেলেন ৬ ভোট, আবার কেউ থামলেন ৯-এ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পদে মোট ভোট পড়েছে ২৮ হাজার ৬৭৭।

এর মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ।

অন্যদিকে সবচেয়ে কম ভোট পেয়েছেন মো. নিয়াজ মাখদুম— মাত্র ৬।
কম ভোট পাওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন সাইয়াদুল বাশার (৯), মো. শরিফুল ইসলাম ভূইয়া (১৩), মো. সম্রাট ইসলাম (২৪), মো. রকিবুল হাসান মুন্না (২৮), মো. আবু সায়াদ বিন মাহিন সরকার (৩৭) ও মো. নাইম ইসলাম (৩৮)।

ডাকসুর চূড়ান্ত ফলাফলের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

মতামত দিন